করোনার অস্থিরতায়
আবার এলো আম্ফান,
জীবনের হিসেবটা মিলাতে
হয়ে যাচ্ছি পেরেশান।
অবশেষে লকডাউন উঠে গেল
কর্মের খোঁজে ঘুরে ফিরে,
একটি কাজ পাব পাব ভাবছি
এরই মধ্যে কিস্তিওয়ালা তাড়া করে ।
আম্ফানের ভয়াল থাবায়
বাঁধ ভেঙ্গে ফসল গেল তলিয়ে,
পরিজন নিয়ে শংকা
অভাবটা যেন খাবে এবার গিলিয়ে।
বাসে উঠে দেখি
বাড়িয়েছে বাস ভাড়া,
বাসার মালিকও কম নেয়না
ভাড়ার জন্য করছে তাড়া।
বিদ্যুৎ বিল জমে আছে তিন চারটে
না দিলে শেষে সংযোগ দিবে কেটে,
এতো সব পেরেশানে
মাথা যাচ্ছে বুঝি ফেটে ।