শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে দুই মেম্বর প্রার্থীরসমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১০

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১২:৩২ অপরাহ্ণ

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী গিয়াস উদ্দিন মৃধার সমর্থকদের সাথে প্রতিদ্বন্ধী প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকদের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গণসংযোগ ও মিছিল দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রবিবার রাতে ৮নং ওয়ার্ডের দারোগা বাড়ির সামনের সড়কে বসে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মুলাদীতে হামলায় আটজন আহত \ মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালা মার্কার মেম্বর প্রার্থী রুস্তুম আলী হাওলাদারের সমর্থকরা রবিবার রাতে হামলা চালিয়ে আহত করেছে প্রতিদ্বন্ধী ফুটবল মার্কার প্রার্থী বেল্লাল সরদারের সমর্থকদের। হামলায় গুরুত্বর আহত আটজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্যকে কুপিয়ে জখম \ বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর সোহেল হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এরআগে রবিবার রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় বসে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ সাইদুল সিকদার ও তার সহযোগি সুমন সিদ্দিকিসহ ৭/৮ জনে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর