যশোর অভয়নগরে একশত দশ গ্রাম গাঁজা-সহ মাদক ব্যবসায়ী বিজয় দাশ (৪২) কে গ্রেফতার করেছে গাজীপুর ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত আসামি বিজয় গোপালগঞ্জ,কাশিয়ানি উপজেলার অধির দাশের পুত্র। জানা যায়, সে ৩ নং চলিশিয়া ইউনিয়নের সাবেক চৌকিদার তারা পদর নাতি বিয়ে করে এলাকায় বসবাশ করে দীর্ঘদিন মাদক সেবন ও বিক্রয় করে আসছিল । ২৯ শে মার্চ রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিরাজ সহ গাজীপুর পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে গ্রামতলা রিশি পাড়া থেকে গাঁজা-সহ তাকে, গ্রেফতার করে। আসামি গ্রেফতারের বিষয় নিশ্চিত করে গাজীপুর ফাঁড়ির এস আই মিরাজ বলেন, দীর্ঘদিন চেষ্টার পর তাকে হাতেনাতে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
#CBALO/আপন ইসলাম