সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন বাজারে বিকেল ৫ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হৃদয়ে কয়ড়া সংগঠনের আয়োজনে ওমর ফারুক এর সভাপতিত্বে ৮ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস বিতরন, ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও পোষাক বিতরন, ১৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরন ও ৬০ জন গরীব অসহায় পরিবারের মাঝে মশারী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হৃদয়ে কয়ড়া সংগঠনের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, যুগ্ন আহবায়ক ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলবার হোসেন প্রমুখ। সন্ধ্যার পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#CBALO/আপন ইসলাম