সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উৎসহ উদ্বীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শুক্রবার ভোরে উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহিদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৯ টায় সরকারি আকবর আলী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.পি তানভীর ইমাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন, ওসি দিপক কুমার দাস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
#CBALO/আপন ইসলাম