সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

বরিশালে ইউপি নির্বাচনে বাড়ছে সংঘাত \ শংকায় ভোটাররা ; সংখ্যালঘুদের হুমকি দেয়ায় দুইজনকে গণধোলাই

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৫:৩১ অপরাহ্ণ

প্রধমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় জেলার ৩৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। যেকারণে দলের মনোনয়ন পাওয়া নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের সাথে একই দলের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দিন দিন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।

সাধারণ ভোটারদের অব্যাহত হুমকিসহ প্রায় প্রতিদিনই হামলা, পাল্টা হামলার ঘটনা লেগেই রয়েছে। নির্বাচনের দিন নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করে রাখবে বলেও সাধারণ ভোটারদের হুশিয়ারী দিচ্ছে। সেদিন একইদলের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকরাও ছেড়ে কথা কইবেন না বলে হুশিয়ারী দিয়েছেন। ফলে নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে সাধারণ ভোটারদের মধ্যে ততোই রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বেড়ে চলেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১১ এপ্রিল প্রথমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করায় তারা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, দলীয় প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত ও বির্তকিতদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ায় বাকি ৩৬টি ইউনিয়নে আওয়ামী লীগের দুর্দীনের ত্যাগী ও নির্যাতিত নেতারা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী মাঠে ততোই শক্ত অবস্থান করে নিচ্ছেন। ফলে নৌকা পেলেই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মনোভাবের প্রার্থীদের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। যেকারণে দিন দিন সহিংসতার ঘটনা বেড়েই চলছে।

সর্বশেষ নৌকার প্রার্থীর পক্ষে বহিরাগত ভাড়াটিয়া লোকজনে সংখ্যালঘু অধ্যুষিত উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে গিয়ে এলাকাবাসির হাতে গণধোলাইর শিকার হয়েছে দুইজন বহিরাগত সন্ত্রাসী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার লিটন বলেন, বহিরাগতদের রুখতে ইতোমধ্যে একজোট হয়ে মাঠে নেমেছে পুরো ইউনিয়নবাসী।
সংখ্যালঘু অধ্যুষিত ওই ইউনিয়নের সাধারণ ভোটাররা জানান, ভোটের আগে বহিরাগতদের রুখতে এবং ভোটকেন্দ্র পাহাড়া দিতে তারা লাঠিসোঠা নিয়ে অবস্থান নেয়ার প্রস্তুতি নিয়েছেন। তারা আরও বলেন, আগামী ১১ এপ্রিল সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন মাহামুদের সমর্থনে পার্শ্ববর্তী কোটালীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা থেকে আসা ভাড়াটিয়া বহিরাগতরা।

সাত ইউনিয়নে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী ঃ জেলার মধ্যে সবচেয়ে বেশি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বানারীপাড়া উপজেলায়। ওই উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাতজন প্রার্থীর বাহিরে ১৯ জন নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর নিজ এলাকায় শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি ইসলামি আন্দোলন বাংলাদেশের তিনজন এবং জাসদ ও এনপিপির একজন করে প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম বলেন, সহিংসতারোধে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এর ব্যাক্তয় ঘটলে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নির্বাচনের দিন কেন্দ্র দখল, অস্ত্র দেখিয়ে ভোট আদায় করাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, নির্বাচনকালীন সময় অবৈধ অস্ত্র ও বৈধ অস্ত্র ব্যবহারের কোন সুযোগ নেই। এছাড়া প্রশাসনের প¶ থেকে যেকোন ধরনের সহিংসতা বন্ধে উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর