আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধাঃ-
গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮ টি পয়েন্টে ৩০০’শ জন শিশুর পরিবারকে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে রয়েছে নিম্নআয়ের মানুষ। খাবার সংকটের পাশাপাশি শিশু খাদ্যের অভাবে অপুষ্টিতে রয়েছে অনেক পরিবারের শিশুরা। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন পৌর প্রশাসক আবু বকর প্রধান। ৩ জুন বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব শিশু খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, পৌর সদস্য ও সহ-সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ,পৌর সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি মো.শহিদুল ইসলাম বাদশা, পৌর সচিব মো. মনসুর আলম, পৌর সহায়ক কমিটির সদস্য মো. ময়েন উদ্দীন সরকার, আজাদুল ইসলাম,সাহদত হোসেন, আবুল কালাম আজাদ,সুলতাল মন্ডলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক আবু বকর প্রধান বলেন, ‘চলমান মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। আগামীতে এধারা অব্যাহত থাকবে।