নদী ভাঙ্গন আতংক ও গণকুয়াশার চাদরে ঢাকা সারা চৌহালী উপজেলা। শীতের শেষে বসন্তের সকালে হাজারো মানুষের হাতে ফুল নিয়ে অপেক্ষা।
চৌহালী সরকারি কলেজ শহীদ মিনারে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের জনতার। যে শিশু এসেছে বাবা ও মায়ের হাত ধরে সেই তো নতুন প্রজন্ম, বাঙালি জাতির উত্তরাধিকার। আজ তারাও মৌলবাদের উথানের প্রতিবাদে জেগে উঠেছে। রুখে দাঁড়ানোর শপথ নিয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণে শ্রদ্ধা জানাতে ঢল নামে চৌহালী কেন্দ্রীয় শহীদ মিনারে। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত শক্তির শপথ জাগিয়ে তুলছে সবার। এদিবসে প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চৌহালী শহীদ মিনারে পুম্পস্তবক অর্পণ করা হয়। এর পর রাজনৈতিক সংগঠন উপজেলা আওয়ামী লীগ,বিএনপি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পূম্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজউদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান, আবু সাঈদ বিদ্যুৎ ও আবু দাউদ সরকারসহ নানান শ্রেণী পেশার মানুষ এবং প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাজাকারের আস্ফালন রুখে দিতেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগিয়ে তোলার সময় এসেছে এখন। উন্নয়ন ধারা বাধা গ্রস্থকারিদের কঠোর ভাবে জবাব দিতে প্রস্তত এদেশের মানুষ। উত্তর প্রজন্মকে আমাদের মুক্তি যুদ্ধে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচিত করিয়ে দিতেই হাত ধরে শহীদ মিনারে এনেছেন সন্তানদের। ইসলাম ও মায়ের ভাষা রক্ষা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে যারা জীবন দিয়েছেন সেই মুক্তিযুদ্ধের বীর শহীদ সন্তানদের প্রভাদ ফেরিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন ডিজিটাল যুগের ছোট মনিরা। আজ ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ৫০ বছর পুর্তির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীীর অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল দেশে উত্তরণে অপ্রতিরোধ অগ্রযাত্রায় মুজিব বর্ষের বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নতুন প্রজন্মের বজ্রকন্ঠে রুখে দিতেই প্রস্তত। মুক্তি যুদ্ধ দেখার সুযোগ হয়নি তবে বাবার সঙ্গে এসে তাদের স্মরণে স্মৃতিফলক টিতে ফুল দিয়ে আমিও গর্ভিত।
#CBALO/আপন ইসলাম