এই কী স্বাধীনতার স্বাদ ?
রক্তের মত নোনতা,
আবার স্বাধীন হবার এসেছে সে দিন,
তোমরা যারা গড়েছো নিজের সুদিন।
তোমাদের ও শোধতে হবে সেদিনের রক্তের ঋণ,
কৃষকের চাষের নেই স্বাধীনতা,
এই কী সেই স্বাধীনতা ?
পূর্বাশার সকল চাওয়া-পাওয়া আজ দূর্বাশা,
বাঁচতে চাওয়া আজ শুধুই পিয়াসা,
জীবন স্বাধীনতার এ কি আশা?
অপ্রাপ্তি সুখের সাগরে কি আছি,
যেখানে জীবন খুঁজতে গিয়াছি।
স্বাধীনতা কী আজ শুধু নগ্ন,
কারো খেয়াল-খুশিতে মগ্ন।
জীবন-জিবিকার এ কী বিষাদ,
এ কেমন স্বাধীনতার স্বাদ।
এই কী সেই নেই স্বাধীনতা,
কোথায় গেল বলো মানুষের আরাধনাটা।
#CBALO/আপন ইসলাম