প্রথম ধাপের ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বহিরাগত ভাড়াটিয়া লোকজনে সংখ্যালঘু অধ্যুষিত জেলার সাতলা ইউনিয়নের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় দুই জনকে গণধোলাই দিয়েছে এলাকাবাসি।
শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার লিটন বলেন, বহিরাগতদের রুখতে ইতোমধ্যে একজোট হয়ে মাঠে নেমেছে পুরো ইউনিয়নবাসী। সংখ্যালঘু অধ্যুষিত ওই ইউনিয়নের ভোটাররা জানিয়েছেন, ভোটের আগে বহিরাগতদের রুখতে এবং ভোটকেন্দ্র পাহাড়া দিতে তারা লাঠিসোঠা নিয়ে অবস্থান করার প্রস্তুতি নিয়েছেন।
সূত্র মতে, আসন্ন ১১ এপ্রিল সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন মাহামুদের সমর্থনে পার্শ্ববর্তী কোটালীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা থেকে আসা ভাড়াটিয়া বহিরাগতরা।
অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী শাহীন মাহামুদ বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বহিরাগত লোক সম্পর্কে আমার জানা নেই। উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে যা করা প্রয়োজন তাই করা হবে। কোন বহিরাগতদের নির্বাচনী এলাকায় ঢুকতে দেয়া হবেনা।
#CBALO/আপন ইসলাম