বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

প্রয়াত এমপি হাজী মকবুল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩ জুন, ২০২০, ১:৪৭ অপরাহ্ণ

মোঃ আমজাদ হোসেন রতন,নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৩ জুন ২০২০, সকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদর ইউনিয়ন পরিষদ ভবনে এ শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক ফারুক হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে, এ শোকসভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, উপজেলা আ’লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা সহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। মহামারী করোনা মোকাবেলায় তিনি অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছিলেন। আজ আমাদের মাঝে সেই মহান ও ত্যাগী নেতা নেই। শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। অসময়ে তাঁর চলে যাওয়ায় কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ সংঘটিত হয়েছে।নাগরপুরবাসীর সাথে ছিল তাঁর আত্মার বন্ধন। তিনি টাঙ্গাইল ৬, আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা। নাগরপুরে সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মারা যাওয়ার কয়েকদিন আগেও তিনি উপজেলার ৬২৫ জন ইমামকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন।
এ অকাল মৃত্যুতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও সেই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
পরিশেষে মরহুমের আত্মা ও তার পরিবারের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে এ শোকসভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর