সুনামগঞ্জের সাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরকারিদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১০টায় সুজন – সুসাশনের জন্য নাগরিক ও উপজেলা সর্ব্জনীন পূজা উৎ্যাপন কমিটি ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
সুজন – সুসাশনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান,সাংবাদিক অভিজিৎ ঘোষ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
#CBALO/আপন ইসলাম