“মাস্ক পরার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সলঙ্গায় মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচারাভিযান শুরু করেছেন সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে সলঙ্গা থানা সদরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে জনসাধারনের মাঝে তিনি বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেন। এ সময় তিনি বলেন, সবাইকে মাস্ক পরার অভ্যাস তৈরি করতে পারলেই কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমন থেকে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
আপনারা ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসুচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ওসি আব্দুল কাদের জিলানী থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ কনস্টেবলদের নিয়ে এ প্রচারাভিযান কাজ শুরু করেন। থানা গেট, মাদ্রাসা মোড়,স্লুইচ গেইট মোড়,কলেজ মোড় সহ বাজারের বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের মাঝে তিনি এই মাস্ক বিতরণ করেন।
#CBALO/আপন ইসলাম