সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের মহেষপুর ঢালু থেকে গজাইল বাজার পর্যন্ত প্রায় ১২’শ মিটার (এক কিলো দু’শ মিটার) কাচা সড়ক পথ গত বছর বন্যার আগে উচু করে পুনঃনির্মাণ করা হয়। বহু বছর সড়কটি বেহাল অবস্থায় ছিল। পুনঃনির্মাণে সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে।প্রায় সোয়া এক কিলোমিটার কাচা সড়ক পথ আবারোও বেহাল দশায়। প্রায় নয় লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনঃনির্মাণ করা হয়েছিল। এর পিছনে অর্ধেক টাকা গ্রামবাসীরা দিয়ে ছিলেন। বছর না ঘুরতেই বন্যার পানির তোড়ে সড়ক পথটির ক্ষতি হয়ে গেছে।
উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রামানিক জানান, গুরুত্বপুর্ণ সড়ক পথটুকু পুনঃনির্মানে ব্যয়ের নয় লাখ টাকার মধ্যে এলাকার দু’থেকে তিন গ্রামবাসীরা চার লাখ পয়ষট্রি হাজার টাকা যোগান দেয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে একটি উন্নয়ন প্রকল্পে আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে প্রায় পোনে দু’লাখ টাকা এর পিছনে দিয়ে ছিলেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বর্ষাকালে পানির ঢেউয়ের তোড়ে দীর্ঘ সড়ক পথের বেশি অংশ ধ্বসে গেছে। দেখা গেছে পুরো সড়ক পথ জুড়ে ধুলায় ভরপুর হয়ে আছে। বড় ছোট গর্ত হয়েছে। এখন এলাকার লোকজন পায়ে হেটে ও বিভিন্ন বাহনে ভোগান্তির মাঝেই চলাচল করছে।এলাকার বিভিন্ন গ্রামের বেশ ক’জন জানান, সড়কটি উচু করে পুনঃনির্মাণ করা হলেও বন্যার পানির ঢেউয়ের তোড়ে তা টেকেনি।উপজেলা প্রকৌশলী মঈন উদ্দিন বলেন, উপজেলার পশ্চিমাঞ্চল জুড়ে স্বাভাবিক বন্যাতেই তলিয়ে যায়। তার বিভাগ থেকে পশ্চিমাঞ্চলের সড়ক পথগুলোর সাবমারজেবল সড়ক নির্মাণ করা হচ্ছে। মহেষপুর সড়কসহ এলাকার সড়কগুলো উন্নয়ন ও পুনঃনির্মানের পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে একাধিক সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম