বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে হ‍্যাচারীর পঁচাডিমের দূর্গন্ধে অতিষ্ঠ জন জীবন

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অন্তগত নাওগাঁ ইউনিয়ানে মহেশরৌহালী গ্রামে ৫০ থেকে ৬০ টি হাঁসের বাচ্ছা ফুটানো হ‍্যাচারী আছে। এতে প্রত‍্যেক ব্রেডে ১৫০০ থেকে ২৫০০ পর্যন্ত হাঁসের ডিম ব্রেডে দেওয়া যায়। এই ডিমগুলো একমাস ব্রেডের মধ‍্যে রেখে পরিচর্চা করতে হয়। ডিম গুলো থেকে বাচ্চা ফুটে  বের হয়। কিন্তুু সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয় না কিছু পঁচা কিছু কাঁটা এবং কিছু ডিমের মধ্যেই মারা যায়।এসব পঁচা গলা দূর্গন্ধযুক্ত ডিমগুলো হ‍্যাচারির মালিকেরা পরিবেশকে বাচাঁনোর খেয়াল না করেই মানুষের চলার রাস্তার পাশ্বে মাছ চাষ উপযোগি পুকুরে,কৃষি জমিতে,ভিটার উপরে,গাঙ্গের মধ‍্যে,খালের মধ্যে এমন কি হাইওয়ে রোডের দু পাশ্বে এসব দূর্গন্ধ যুক্ত ডিম দিনের পর দিন ফেলেই চলছে।এসব দূর্গন্ধ যুক্ত পঁচা ডিমের কারনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে দূর্গন্ধে মনে হয় পেটের নারি ভুরি বের হয়ে আসবে। এমন কি এই দূর্গন্ধ মানুষের ঠান্ডা জ্বর স্বর্দি কাশি এবং করোনারমত মারাক্ত ব‍্যাধি মহামারি আকার ধারণ করতে পারে।

এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর