সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অন্তগত নাওগাঁ ইউনিয়ানে মহেশরৌহালী গ্রামে ৫০ থেকে ৬০ টি হাঁসের বাচ্ছা ফুটানো হ্যাচারী আছে। এতে প্রত্যেক ব্রেডে ১৫০০ থেকে ২৫০০ পর্যন্ত হাঁসের ডিম ব্রেডে দেওয়া যায়। এই ডিমগুলো একমাস ব্রেডের মধ্যে রেখে পরিচর্চা করতে হয়। ডিম গুলো থেকে বাচ্চা ফুটে বের হয়। কিন্তুু সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয় না কিছু পঁচা কিছু কাঁটা এবং কিছু ডিমের মধ্যেই মারা যায়।এসব পঁচা গলা দূর্গন্ধযুক্ত ডিমগুলো হ্যাচারির মালিকেরা পরিবেশকে বাচাঁনোর খেয়াল না করেই মানুষের চলার রাস্তার পাশ্বে মাছ চাষ উপযোগি পুকুরে,কৃষি জমিতে,ভিটার উপরে,গাঙ্গের মধ্যে,খালের মধ্যে এমন কি হাইওয়ে রোডের দু পাশ্বে এসব দূর্গন্ধ যুক্ত ডিম দিনের পর দিন ফেলেই চলছে।এসব দূর্গন্ধ যুক্ত পঁচা ডিমের কারনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে দূর্গন্ধে মনে হয় পেটের নারি ভুরি বের হয়ে আসবে। এমন কি এই দূর্গন্ধ মানুষের ঠান্ডা জ্বর স্বর্দি কাশি এবং করোনারমত মারাক্ত ব্যাধি মহামারি আকার ধারণ করতে পারে।
এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।
#CBALO/আপন ইসলাম