কি এমন রুপ দিয়ে গড়েছে ওই বিধাতা তোমাকে দেখে নয়ন ফেরানো যায় না,
তোমার মত অপরুপা কে গড়েছেন বিধাতা নিজ হাতে।
তুমি যে রাধিকার কোনো অংশে কম না,
কৃষ্ণ দেখলে রাধিকার সঙ্গে তুলনা করবে তোমাকে।
তুমি কৃষ্ণের রাধিকা না কি হবে আমার রাধিকা।
কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধিকা কে কাছে ডাকে।
আমি ডাকি তোমায় আমার হৃদয়ে শিষ দিয়ে।
তুমি যদি চাও এই কৃষ্ণের রাধা হতে নেই কোনো বাঁধা যে।
#CBALO/আপন ইসলাম