পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচারনা ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে পুলিশ রোববার (২১ মার্চ) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে( মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গণ সংলগ্ন) কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে জনসচেতনতা মুলক প্রচারনা চালিয়েছেন। প্রচারনার অংশ হিসেবে এসময় বাজারে আসা মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতাদের মাঝে পুলিশ ফ্রি মাস্ক বিতরণ করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন মাস্ক বিহীন পথচারীদের নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে নিজেকে এবং পরিবার ও সমাজকে সুরক্ষায় সচেতন থাকতে পরামর্শ দেন। এসময় ওসি (তদন্ত) দুলাল উদ্দীন, এসআই দীপেন্দ্র নাথ সিংহ, এসআই প্রদীপ রায় সহ অন্যান্য পুলিশ অফিসার ও কনস্টেবল এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম