যশোর অভয়নগরে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ নসিমন, করিমন, ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান ও মহাসড়কে নিষিদ্ধ মাহেন্দ্র-ইজিবাইক। এছাড়াও চলছে ফিটনেসবিহীন মাটি ও ইটের ট্রাক। অনুসন্ধানে দেখা গেছে, ট্রাফিক পুলিশের নজরদারির ভেতর দিয়েই নিষিদ্ধ বাহনগুলো ভয়াবহ গতি নিয়ে চলছে। ফলে নওয়াপাড়া মহাসড়ক আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য নসিমন সড়কগুলোতে বেপরোয়া গতি নিয়ে চলাচল করলেও সেগুলো বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, আমাদের সামনে পড়লে অবৈধ যানবাহন আটক করে মামলা দিই।
#CBALO/আপন ইসলাম