শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল করিমের বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয় এক ব্যক্তি ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগকারী মোঃ মাসুদ রানা সরকার চড়-ভাঙ্গুড়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল হক সরকারের ছেলে।

মানববন্ধনে মাসুদ রানা সরকার বলেন, তিনি ঠিকাদার মোঃ এলি’র কাছ থেকে ৯ লক্ষ টাকা পাওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত দায়িত্ব পান এসআই রেজাউল করিম। অভিযোগ করার প্রায় ১৫ দিন পার হলেও অভিযোগের তদন্তের কোন অগ্রগতি না পেয়ে এস আই কে ফোন দেন তিনি। তখন এস আই রেজাউল করিম বলেন ভাই আমরা কারো টাকা তুলে দেওয়ার কাজ করি না, তবে দিব সমস্যা নাই, কিন্তু ৫০ হাজার টাকা দিতে হবে।’ টাকা না দিলে তিনি কোনো ব্যবস্থা নেবেন না বলেও হুমকি দেন।

তিনি আরও বলেন, “পুলিশ যদি এভাবে চাঁদা দাবি করে, তাহলে সাধারণ মানুষ ন্যায্য পাওনা আদায় করবে কীভাবে? আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

অভিযোগের বিষয়ে এসআই রেজাউল করিম বলেন, আমি এ বিষয়ে আপনার সাথে কোন কথা বলতে ইচ্ছুক নই। আপনার যা জানার ওসি সাহেবের সাথে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর