ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিষ্ণু মূর্তি উদ্ধারের ২৪ ঘন্টা পর আরো একটি কালো মূর্তির নিম্নাংশ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। ২০ মার্চ (শনিবার) রাতে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের লেউটি হাড়ি পুকুর থেকে একটি কালো মূর্তির নিম্নাংশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় লোকজন ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ও তার সংগীয় ফোর্স সহ সেখানে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় গণমাধ্যমকে জানান, রুহিয়া থানার আখানগর ইউনিয়নের লেউটি হাড়ি পুকুরে ১টি বিষ্ণু মূর্তি গত শুক্রবার প্রাপ্তির পরের দিনই আমরা আরেকটি মূর্তির অংশ শেষ পাই যা কালো আকৃতির। উক্ত মূর্তির নিম্ন অংশ অর্থাৎ পায়ের অংশ আমরা পেয়েছি। এটা আমরা উদ্ধার করা থানায় হেফাজতে রেখেছি। আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক প্রত্নতত্ত্ব অধিদপ্তর অথবা জাতীয় যাদুঘরে হস্তান্তর করবো।
#CBALO/আপন ইসলাম