বিগত ১৯ মার্চ রোজ শুক্রবার সকাল ৯.০০ টায় ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা ভারুয়াখালী বাজার হতে ইনানী পাটুয়ারটেক এর উদ্দেশ্যে রওনা করেন। জুমার নামাজের পর-পরই বার্ষিক বনভোজনের নির্ধারিত স্থানে পৌছে সাংগঠনিক বিষয় আলোচনা অনুষ্টিত হয়। অত্র সংগঠনের এডমিন আব্দুল্লাহ এর সঞ্চালনায় এবং ইসতিয়াক আহমদের পরিচালনায় সম্পূর্ণ প্রোগ্রাম সমাপ্ত হয়। সংগঠনের আলোচনা বিষয়ক প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মেহেদী হাসান। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন ওয়াহিদুজ্জামান আসিফ। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এবং অত্র সংগঠনের উপদেষ্টা সৈয়দ নুর হেলালী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যেহেতু ভারুয়াখালী ব্লাড ডোনার্স সোসাইটি একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন সেহেতুক এটিকে যুগ-যুগ ধরে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব সকলের। তিনি আরো বলেন সংগঠনের যেকোনো প্রয়োজনে সর্বদাই আমি পাশে থাকব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ব্লাড দানের সকল উপকারিতা বর্ণনা করে ধারণা দেন এবং ব্লাড দানের জন্য সকলকে সকলকে উদ্বুদ্ধ করেন। ব্লাড দানের বিভিন্ন অনুভূতি শেয়ার করেন অত্র সংগঠনের সদস্য হাফেজ মেহেদী হাসান, ইয়াসিন আরফাত, কাউছার আহমেদ, ওয়াহিদুজ্জামান আসিফ সহ আরো অনেকে। উক্ত সংগঠন থেকে উপস্থিত ছিলেন ফয়সাল করিম, বখতিয়ার খলজী, আজিজ,মোঃ ওযাহিদ, ইউনুস খান, তাহিমুন সিকদার, এথোয়াইন মারমা, হাফেজ ইসমত উল্লাহ, রাসেদুল ইসলাম, মোঃ লিজন শহিদ, মোঃ আবুহেনা রনি, মোঃ রিয়াদ, ফয়সাল করিম ২, আসলামুল করিম, নুরুল আবছার, মোঃ লাবিবুল ইসলাম রাবিত, মিশকাত হাসান,আবুল হাসনাত, রিয়াদ মনি, মরুফ হাসান। অংচচিং মাংরমা, থুয়াইনু মারমা, অংক্যহ্লা মারমা।
#CBALO/আপন ইসলাম