বড় ভুলের কারনে আজ আমি নিঃস্ব,
হয়তো আমার ভুল ছিলো তার জন্য
তোমাকে পাওয়া হলো না,
তবে তোমাকে ছাড়া আমি বড় নিঃস্ব,
যদি পারো আমাকে ক্ষমা করে দিও,
যদিও তোমাকে ভুলতে পারবো না তবুও ভুলে থাকতে হবে।
মনের মাঝে চাপা কষ্ট প্রকাশ করতে পারি না,
দু,চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ে।
কি করে ভুলবো বুঝতে পারছি,
সারাটা দিন তোমার কথা মনে পড়ে,
কি করি বুঝতে পারি না, আমি হারিয়েছে আমার স্বপ্ন কে।
আমি হারিয়েছি আমার ভালোবাসাকে।
#CBALO/আপন ইসলাম