মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে উচ্চ আদালতের আদেশ অবান্য করে আবাদি জমি খননের প্রতিবাদে মানববন্ধন

হৃদয় মন্ডল টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে উচ্চ আদালতের আদেশ অমান্য করে আবাদি জমি খননের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চরাঞ্চলের ভুক্তভোগী কৃষকেরা।
শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে গাবসারা ও অর্জুন ইউনিয়নের ভুক্তভোগী কৃষকদের আয়োজনে ঘন্টা ব্যপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন,
দীর্ঘদিন ধরে যমুনা নদীতে ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে আমাদের আবাদী জমি খনন করা হচ্ছে।উচ্চ আদালত ড্রেজিং বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে এখনো অবৈধভাবে ড্রেজি করলেও প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি।  উচ্চ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে ড্রেজিং বন্ধের দাবি জানান ভুক্তভোগী কৃষকরা।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে অনশন কর্মসূচির ঘোষনা দেন এবং তিন দফা দাবি জানান।দাবি গুলো হল,
১।উচ্চ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে ড্রেজিং বন্ধ করা হোক।
২।যে সকল কৃষকের জমি খনন করা হয়েছে, ফসল নষ্ট করা হয়েছে, তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।
৩।বিধি মোতাবেক জমি অধিগ্রহণ করে ড্রেজিং হোক।
মানববন্ধন উপস্থিত ছিলেন, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, হাজী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস ছাত্তার খান, মোফাজ্জল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আশরাফ তালুকদার সহ যমুনা চরাঞ্চলের শতাধিক কৃষক।
মানববন্ধন শেষে সকাল ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী কৃষক বৃন্দ।সংবাদ সম্মেলনে ভূক্তভোগীদের পক্ষে আব্দুস সাত্তার লিখিত বক্তব্য পাঠ করেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান জানান,এখনো উচ্চ আদালতের নির্দেশনা পাইনি।উচ্চ আদালতের নির্দেশনা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর