ওই মামলায় আদালত সমন জারি করার পর বৃহস্পতিবার শেষকার্যদিবসে প্রতারক মাসুদুল হক এনাম আদালতে হাজিরা দিতে আসলে বিচারক মাসুম বিল্লাহ ভুয়া মুক্তিযোদ্ধা ও চিকিৎসক পরিচয়দানকারী প্রতারক মাসুদুল হক এনামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এরপূর্বে ব্যবসায়ী এমরানুল হকের দায়েরকরা মামলাটি আদালতের বিচারক তদন্তের জন্য পিবিআই’কে নির্দেশ দেন। তদন্তে মাসুদুল হক এনামের বিরুদ্ধে প্রতারনার উদ্দেশ্যে জাল-জালিয়াতি করে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার জন্য প্রত্যয়নপত্র তৈরি করা এবং ভুয়া প্রত্যায়নপত্র ব্যবহার করার সত্যতা পেয়ে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করে পিবিআই। ওই রিপোর্টের ভিত্তিতে আদালত গত ২৭ জানুয়ারি আসামি মাসুদুল হক এনামকে সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। অপরদিকে প্রতারক মাসুদুল হক এনাম জমজম নার্সিং ইনস্টিটিউট শিা প্রতিষ্ঠানের নামে অসংখ্য মানুষের সাথে প্রতারণা করে আসায় এবং ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে নগরীতে প্রতারনা করায় তার কঠোর শাস্তির দাবি করেছেন সচেতন নগরবাসী।
#CBALO/আপন ইসলাম