মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে সাবমেরিন ক্যাবলসহ চোর চক্রের চারজন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডস্থ ধোপাবাড়ি সড়কের বরের ভিটা নামকস্থানে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের সাবমেরিন ক্যাবলসহ (তামার তার) চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলো-ধোপাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা রমজান হাওলাদার, বটতলা জোড়াপোল সংলগ্ন এলাকার রানা হাওলাদার, বটতলা এলাকার আরিফ মোল্লা ও তালতলী এলাকার বাসিন্দা জলিল মল্লিক। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রমতে, ডিবির পরিদর্শক আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে একটি টিম ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামকস্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৭৩ কেজি সাবমেরিন ক্যাবলের খন্ড, ১৫০ কেজি তামার তার ও ৩৮ কেজি এ্যালুমিনিয়াম তার এবং আটটি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর