বরিশালের আগৈলঝাড়ায় ১৩পিচ ইয়াসাসহ গ্রেফতারকৃত ব্যবসায়ি সুমন ফরিয়াকে ১মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।
ইয়াবাসহ গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ইয়াবা ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী মো. সিদ্দিকুর রহমান জানান, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জামান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত আফতাব ফড়িয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সুমন ফরিয়াকে ১৩পিচ ইয়াবাসহ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
মাদকসহ আটকের বিষয়টি ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমকে জানালে বিচারক ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ আটক ব্যবসায়ী সুমন ফড়িয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
#CBALO/আপন ইসলাম