মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ই-পেপার

রামুতে জাতীয় শিশু দিবস পালনে দরিয়া খেলাঘর আসর এর প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় শিশু-কিশোর সংগঠন দরিয়া খেলাঘর আসর রামু’র উদ্যোগে শিশুদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশুদের নিয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টের শুরতে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সংগীত শিল্পী মিনা মল্লিক। দরিয়া খেলাঘর আসর এর সাংগঠনিক সম্পাদক তানভীর শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজের ইংরেজী বিভাগ এর প্রভাষক নীলোৎপল বড়ুয়া, উদ্বোধক ছিলেন বিশিষ্ট্য সংগীত শিল্পী ও কক্সবাজার শিল্পকলা একাডেমির সদস্য মানসী বড়ুয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব সৃজনী খেলাঘর আসর রামু’র সভাপতি মৃনাল বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, উদীচী রামু শাখার সাধারণ সম্পাদক কবি তাপস মল্লিক. হিমছড়ি খেলাঘর আসর রামু’র সাধারণ সম্পাদক সংগীত শিল্পী আবুল কাশেম, সাবেক ছাত্র নেতা কায়সার, দরিয়া খেলাঘরের সাংস্কৃতিক সম্পাদক রুমেল বড়ুয়, নব সৃজনী খেলাঘর আসর এর সাংস্কৃতিক সম্পাদক নিরুপমা বড়ুয়া বেবী, ওসমান সরওয়ার আলম চৌধুরী ক্রিকেট একাডেমির প্রশিক্ষক রিয়াদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। খেলা পরিচালনা করেন দরিয়া খেলাঘরের ক্রীড়া সম্পাদক কিন্নর সরকার পায়েল। উক্ত টুর্ণামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন, মিছিল রামু’র সভাপতি রক্তিম বড়ুয়া ও ক্রীড়াবিদ লিটন বড়ুয়া। টুর্ণামেন্টে তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ খেলায় রণেশ দাশ গুপ্ত দলকে ৩৭রানে পরাজিত করে বিজয় লাভ করেন সত্যেণ সেন ক্রিকেট দল। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাঘর আসর এর মূল লক্ষ হচ্ছে এই প্রজন্মের শিশু-কিশোরদের দেশ প্রেমে অনুপ্রানিত করে পরিপুর্ণ প্রগতিশীল মানসিকতায় গড়ে তুলা।দেশের স্বাধীনতার ইতিহাস ইতিবৃত্ত সম্পর্কে যদি আমরা বর্তমান প্রজন্মকে জানাতে না পারি জাতি হিসেবে তার ছেয়ে ব্যার্থতা আর কিছুই হতে পারেনা। খেলাঘর শুধু গান, নৃত্য এসব নিয়ে কাজ করেনা। শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলায় সম্পৃক্ত করে শিশুকে সঠিক পথে পরিচালিত করতে পারলে অর্জন হবে আমাদের স্বার্থকতা। দরিয়া খেলাঘর আসর এর এই আয়োজন শিশু-কিশোরদের মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর