মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ই-পেপার

মানব কল্যান উন্নয়ন সংস্থা কর্তৃক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম রাজশাহী:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ

চোখের আলো ফিরিয়ে দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে রাউতি গ্রামের একদল যুবক। রাউতি মানব কল্যান উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২১ পাবনা জেলার সাথিঁয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাউতি গ্রামে আয়োজন করা হয় এই চক্ষু চিকিৎসা ক্যাম্প। গ্রামের মানুষের চোখের সমস্যা হলে যেতে হয় দূরের হাসপাতালে, যেখানে যেতে একটি পরিবারের খরচ হয় ১০০০-২০০০ টাকার মত।অনেকেই আছে যারা অভাবের সংসারের জন্য চোখ দেখাতে পারে না। তাদের কথা চিন্তা করেই এই মহান আয়োজন করেন রাউতি মানব কল্যান উন্নয়ন সংস্থা।সর্বমোট ১৫০ জনের চোখের চিকিৎসা করা হয় এবং যাদের ঔষধ কেনার মত সামর্থ্য নেই তাদের প্রদান করা হয় বিনামূল্যে ঔষধ ও চশমা।এতে করে গ্রামের সকলের চোখের চিকিৎসা হয় এবং অনেক উপকার হয়। উক্ত ক্যাম্পে চিকিৎসক হিসাবে ছিলেন: ডা:মো:জিয়াউল কবির ডি, ও ,এল,ভি, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া ঢাকা, চক্ষু চিকিৎসক ও রিফ্রাকশনিষ্ট বি এন এস বি চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ । উক্ত সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েসসহ সভাপতি আরিফ মাহমুদ, সহ সভাপতি মিলন খান, সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন সম্পাদক মোঃ ইমামুল হাসান সহ ইমন, মিনহাজ, মামুন, রাকিবুল, সাব্বির, শুভ সক্রিয় ভূমিকা পালন করেন। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন বলেন “আমরা যুবকরা চাই এই সমাজের জন্য কিছু করতে এর আগে আমরা ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প করেছিলাম এবং সবাই অনেক উপকৃত হয়েছিল। তাই এবারও সবাইকে সেবা প্রদানের লক্ষ্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করি। সংগঠনের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে সহ সভাপতি আরিফ মাহমুদকে,যার উদ্যোগে এই মহান কার্যক্রম সম্পন্ন হলো।ইনশাআল্লাহ আমরা এভাবেই এগিয়ে যাবো এবং মানবতার সেবায় কাজ করে যাবো”।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর