সিরাজগন্জের চৌহালীতে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রেসক্লাবের আয়োজনে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজউদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়।
আহবায়ক মির্জা শহিদুল ইসলামের সভাপতিত্বে
চৌহালী উপজেলা প্রেসক্লাব আহবায়ক মির্জা শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজউদ্দীন। বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ন আহবায়ক মোঃ ইদ্রিস আলী, আবু দাউদ রানা, রোকনুজ্জামান, জুয়েল সরকার, আলইমরান মনু, আল ইমরান আপন, আলমগীর হোসেন, ইমরুল সিকদার, নজরুল ইসলাম, আজিজুল হাকিম, রমজান পরামানিক ,ফরহাদ হোসেন, মামুন মিয়াও আজাদ প্রমুখ।
সংবর্ধনা শেষে আলোচনা সভায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন, ঘর নির্মাণ ও বিবিধসহ বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন বক্তারা। এতে এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম