খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনার আয়োজন করা হয়। বুধবার (১৭ মার্চ) সকালে রামগড় উপজেলা পরিষদের চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রামগড় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,রামগড় উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওসমান গণি চৌধুরীর সঞ্চলনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কার্বারী ত্রিপুরা।বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন রামগড় উপজেলা নির্বাহি অফিসার মু.মাহমুদ উল্ল্যাহ মারুফ। সভাশেষে ১০টি গৃহহীন পরিবারের কাছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যগে ঘরের চাবি হস্তান্তর করা হয়।এবং সমাজ সেবা অধিপ্তরের সহায়তায় ১০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।পরে কেক কেটে এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এদিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে রামগড় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুরো দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম