জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বুধবার (১৭ মার্চ) সূর্যদয়ের সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারে সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক রজত ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনেআরা পারভীন লাভলী ও তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শায়লা পারভীন সহ আরো অনেকেই।
#CBALO/আপন ইসলাম