বান্দরবানের লামায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । লামা উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দিবসটির শুরুতে বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এ সময় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ইউএনও মোঃ রেজা রশিদ, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, ওসি মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ ও প্রশাসন: শুরুতে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ইউএনও মোঃ রেজা রশিদসহ অন্যান্যরা। পরে সকাল ৯টায় লামা টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ইউএনও মোঃ রেজা রশিদ ,পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্যদ্বয় বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন,দুই ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,ওসি (তদন্ত) মোঃ আলমগীর,উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল বেঙ্গল,প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, কৃষি অফিসার সানজিদা বিনতে সালাম,বিআরডিবির উপপরিচালক মোঃ মাহফুজুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইছহাক আলী,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, পিআইও মোঃ মজনুর রহমান, বন রেঞ্জ অফিসার মোঃ মনজুরুল আলম চৌধুরী প্রমূখ। আরও জন্মদিনের বিশাল কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন লামা উপজেলা পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।
লামা থানাঃ দিবসটির শুরুতে বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,ওসি তদন্ত মোঃ আলমগীর নেতৃত্ব লামা থানা পুলিশ প্রশাসন।
লামা উপজেলা মহিলা আ,লীগঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লামা উপজেলা মহিলা আ, লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা জেলা পরিষদ ফাতেমা পারুল ও সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস নেতৃত্ব লামা উপজেলা ও পৌর মহিলা আ,লীগ।
লামা উপজেলা আ. লীগ : যথাযোগ্য মর্যাদায় লামা উপজেলা আ. লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ২০২১উদযাপিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ -দোয়া, বেলা সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বর হতে লামা বাজারে প্রধান প্রধান রাস্তার অলি-গলিতে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তীতে জেলা পরিষদ গ্রেষ্ট হাউজের ২য় তলায় সকাল ১১টায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণ করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,লামা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ সভাপতি যথাক্রমে প্রশান্ত ভট্টাচার্য্য,আক্তার কামাল (মাইজা মিয়া), মমতাজ উদ্দীন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, উপজেলা মহিলা আ,লীগের সভাপতি ফাতেমা পারুল, পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক মিয়াসহ উপজেলা, পৌর আ,লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
#CBALO/আপন ইসলাম