রং তুলিতে আঁকছে শওকত ভাই,
শ্যামল গাঁয়ের ছবি!
শাপলা হাসে দীঘির জ্বলে ,
পূর্ব আকাশের রবি !
রং তুলিতে আঁকছে শওকত ভাই,
শিশির ঝরে ঘাসে!
গাঁয়ের বধূ কলসি কাঁখে,
লাজুক মুখে হাসে!
রং তুলিতে আঁকছে শওকত ভাই,
সবুজ গাঁয়ের মাঠ!
দুলছে হাওয়ায় ধানের চারা,
নদীর তীরে হাট !
রং তুলিতে আঁকছে শওকত ভাই ,
শ্যামল গাঁয়ের সবই,
নীল আকাশে উড়ছে পাখি ”
ভাসছে চোখে ছবি !
তাইতো শওকত ভাই হতে চাই ,
পল্লী বাংলার সেরা কবি!
#CBALO/আপন ইসলাম