সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ২২২০ জন চাষীর মাঝে বিনা মূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উণ্ণত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ বীজ ও সার বিতরণ করা হয় । সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বীজ ও সার বিতরণ করেণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ , উপ সহকারী পাট উণ্ণয়ন অফিসার আব্দুল আলিম প্রমুখ ।
#CBALO/আপন ইসলাম