সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ১২০ জনের মাঝে শিক্ষা বৃওির অর্থ এবং ১০ জন নারী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বেলা পোনে বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ও বাই সাইকেল বিতরণ করা হয় । সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ অর্থ ও বাই সাইিকেল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ , প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান প্রমুখ।
#CBALO/আপন ইসলাম