মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদন্ড

রানা আহমেদ, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের ৯ মাস বয়সী শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তা খাতুন (২২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পরে একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরের সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মুক্তা খাতুনের সঙ্গে পাশের জোতপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে ২০২০ সালের ২৮ এপ্রিল আব্দুল্লাহ আল মামুন ধান কাটতে নওগাঁ যান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে মুক্তা খাতুন রেগে গিয়ে ওইদিন রাতে তাঁর শিশু সন্তান মাহমুদুল্লাহ মাহিমকে মুখে টেপ পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির বাবা স্ত্রীকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। শিশু হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুক্তা খাতুনকে আজ দুপুরে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

এই মামলা দীর্ঘ শুনানী শেষে বিচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর