ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশব চন্দ্র (স্কুল শিক্ষক) এর বাড়ি থেকে ১৪৩ টি মূল্যবান প্রাচীন মুদ্রা উদ্ধার করা হয়।ওই গ্রামের দিনমজুর মহেন্দ্র চন্দ্র বর্মণ জানান ১৩ মার্চ শনিবার ১টার দিকে মাটি খনন করতে গিয়ে একটি মাটির হাঁড়ি দেখতে পায়। হাঁড়িটির ওজন প্রায় ৩থেকে ৪কেজি হবে আমি দেখতে পায়।সাথে সাথে ওই বাড়ির মালিক স্কুল শিক্ষক কেশব চন্দ্র আমার কাজ থেকে নিয়ে নেন।
বাড়ির মালিক কেশব চন্দের কাছে জানতে চাইলে তিনি ক্যমেরার সামনে কোন কথা বলেননি এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেনা।মাটি খননকালে গুপ্তধন পাওয়ার বিষয়টি এক পর্যায়ে ফাস হয়ে যায়। প্রাচীন মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানা ওসি চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।