পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩মার্চ শনিবার সাড়াদিনব্যপী আটোয়ারী জন্মভূমি পার্কে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃসামসুজ্জামান। বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠানের প্রধান অতথি হিসাবে ছিলেন উপজেলা পরষিদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। বনভোজন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ, অফিসার্স্ ক্লাব, লেডিস ক্লাব, আটোয়ারী প্রেস ক্লাব, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাব, উপজেলা স্থাস্থ কমপ্লেক্স আটোয়ারী থানা সকল ব্যাংক, পল্লী বিদ্যুৎ সহ উপজেলা প্রশাসনের সকল কর্ম্কর্তা গণের পরিবার সহ । খেলা ধুলা সহ বিনোদন শেষে অংশগ্রহণ কারীদের পতিযোগীতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরন করা হয়।
#CBALO/আপন ইসলাম