মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ই-পেপার

স্বাস্থ্যখাতে যত নৈরাজ্য ছিলো এখন আর সেটা নাই- সাস্থ সচিব

হৃদয় মন্ডল টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সিজারের সময় পেটের ভেতরে গজ রেখে যে সেলাই করা হয়েছে সে বিষয়ে তদন্তের রিপোর্টের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অতিতে স্বাস্থ্যখাতে যত নৈরাজ্য ছিলো এখন আর সেটা নাই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যত অনিয়ম দুর্নীতির আছে স্বাস্থ্যখাত থেকে সেগুলো মুক্ত করতে হবে। আজ দুপুরে টাঙ্গাইলে নির্মানাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সচিব আরও বলেন, সম্প্রতি ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাস আবিস্কার হলেও আমাদের দেশে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। নতুন এই ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্যবিভাগ সতর্ক রয়েছে। দেশে তিন কোটি ভ্যাকসিন শেষ হবার পর আরো তিন কোটি ভ্যাকসিন আনা হচ্ছে এবং কেভিক্স থেকে আরো ৪ কোটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। বর্তমানে যে গতিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে বাকী দিনগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। এবং এই কার্যক্রম শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সারা দুনিয়ায় একটি নজির হবে । ইতিমধ্যেই সারা বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।
এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন,টাঙ্গাইল-৪ আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, সাস্থ্য বিভাগের ডিজি খন্ধকার সাদেকুর রহমান,টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গনি,টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. নুরুল আমিনসহ মেডিকেল কলেজের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর