মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ই-পেপার

দুবাই প্রবাসী ঝালকাঠির সাইফুল মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র

ঝালকাঠি প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৭:২৪ অপরাহ্ণ

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সন্তান দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল । তারা প্রবাসী মো. সাইফুল মোল্লার ছবি ব্যবহার করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া এবং ব্যারিষ্টার শাহজাহান ওমরের ছবি দিয়ে কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে একটি পোষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করে বিভ্রান্তি ছরাচ্ছে। মুলত এ ব্যাপারে দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লা কিছুই জানেন না। দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার দাবি তিনি ১০ বছর ধরে বিদেশে ব্যবসা করছেন। তিনি কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না।  কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুর্খাজীর সাথে প্রবাসী মো. সাইফুল মোল্লার ভাল সর্ম্পক রয়েছে । আর এই শংকর মুখার্জী কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর পক্ষে সাইফুল মোল্লার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় প্রচার করেছেন। তবে শেষ পর্যন্ত শংকর মুখার্জী দলীয় মনোনয়নের জন্য চুড়ান্ত হননি। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও  আওয়ামী লীগনেতা আব্দুস শুক্কুর মোল্লার নাম একক প্রার্থী হিসেবে জেলা থেকে কেন্দ্রে পাঠানোর পর পরই প্রবাসী সাইফুল মোল্লার বিরুদ্ধে এই অপ প্রচার চালানো হচ্ছে। প্রবাসী সাইফুল মোল্লা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর