মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ই-পেপার

চৌগাছায় সাপের দংশনে কৃষকের মৃত্যু

ইব্রাহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৫:২০ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় সাপের দংশনে রফিকুল ইসলাম ওরফে সন্তশ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে তিনি মারা যান। রফিকুল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের মাওলা বক্সের ছেলে। গ্রামের বাসিন্দা প্রভাষক আলমগীর হোসেন জানান, রফিকুল বুধবার দুপুরে ধানক্ষেত দেখতে মাঠে যান। ক্ষেতের আইল দিয়ে হাঁটার সময় বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকরা জানান, তাকে বিষধর সাপে দংশন করেছে। উপজেলা শহরে সাপে কাটা রোগীর চিকিৎসা সুবিধা না থাকায় তাকে যশোরে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা যশোরে না নিয়ে কবিরাজের কাছে নেয়। কবিরাজের ঝাড়ফুঁকে ব্যর্থ হলে রোগীকে ফের চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ বলেন, রোগীর স্বজনরা চরম অবহেলা করেছেন। রোগীকে যশোর জেনারেল হাসপাতালে না নিয়ে কবিরাজের কাছে নেওয়া হয়। রাত আটটার দিকে যখন হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, ততক্ষণে তিনি মারা গেছেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর