মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে কাব স্কাউট ইউনিট লিডারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালীতে ৬০৩ তম কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্সের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ স্কাউট চৌহালী উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পাঁচ দিন ব্যাপী এ কাব স্কাউট ইউনিট লিডারদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট চৌহালী উপজেলা শাখার সভাপতি ও নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন। বাংলাদেশ স্কাউট চৌহালী উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্স প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, এ এন টি কোর্স লিডার শহিদুর রহমান, মোঃ আইয়ুব আলী, নজরুল ইসলাম, নাজমুল হক খান, মুনছুর রহমান, প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন আহম্মেদ, সদস্য হুমায়ন কবির, ইদ্রিস আলী ও চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এস এম আমিনুল ইসলাম, এনামুল হক, গোলাম রসুল, আঃ মজিদ ও তাহমিনা খাতুন।এতে উপজেলার ৪০জন প্রশিক্ষনার্থী বেসিক কোর্সেও প্রশিক্ষণ নিচ্ছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর