সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

লালমোহন হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় বন্ধ “জীবাণূনাশক কক্ষ”

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১ জুন, ২০২০, ৯:১২ অপরাহ্ণ

ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা আসা সাধারণ রোগীদের কে মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে বাঁচানোর লক্ষে হাসপাতালটির প্রবেশ মুখে নিজ অর্থায়নে জীবাণূনাশক কক্ষ স্থাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

 

কিন্তু জীবাণুনাশক কক্ষটি স্থাপন পরবর্তী এটি যেন অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে আসা সাধারণ রোগীরা এ কক্ষের ভিতর দিয়ে যাতায়াত করলেও কোন স্প্রে হচ্ছেনা। ফলে স্প্রে ছাড়াই সাধারণ রোগী ও সাথে আসা স্বজনেরা হাসপাতালের ভিতরে প্রবেশ করছে। এতে করে করোনা আক্রান্তের আশঙ্কায় আতঙ্ক দেখা দিচ্ছে সাধারণ রোগীদের মাঝে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জীবাণুনাশক কক্ষের বাইরে দিয়ে যাতায়াত করছে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনেরা। এরমধ্যে কেউ কেউ আবার কক্ষের ভিতর দিয়ে যাচ্ছেন। তবে তাদের গায়ে কোন স্প্রে হচ্ছেনা। অনেকে কৌতুহল বশত সুইচ অন/অফ করছেন। এতে করে কক্ষটি চালু হলেও কোন স্প্রে হচ্ছেনা। বাধ্য হয়েই স্প্রে ছাড়া হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন তারা। আজ (সোমবার) দুপুরে গিয়ে দেখা যায়, কক্ষের বাইরে দিয়েই হাসাপাতালে ভিতর প্রবেশ করছে মানুষ।

 

এসময় হাসপাতালে আসা এক ব্যক্তিকে জীবাণূনাশক কক্ষটি দেখিয়ে দিলে তিনি ভিতরে প্রবেশ করেন। তবে কোন স্প্রে না হওয়ায় সুইচ অন/অফ করেও দেখেন যে, কোন স্প্রে হচ্ছেনা। এমনিতেই কিছুদিন আগে লালমোহন হাসপাতালে করোনা উপসর্গের রোগী মারা যাওয়া কে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে সাধারণ রোগীদের মাঝে। আজ (সোমবার) কোন উপসর্গ ছাড়াই লালমোহনের দুজন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীনতায় হতবাক সচেতনমহল। জানতে চাইলে লালমোহন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, জীবাণুনাশক কক্ষ বন্ধ?? কবে থেকে?? সুইচ টুইচ কেউ বন্ধ করে রেখেছে কিনা, দেখতে হবে। এমপি মহোদয়ের এমন প্রশংসনীয় উদ্যোগটি হাসপাতালের কর্তৃপক্ষের উদাসীনতায় ফলে অবহেলীত হয়ে পড়ে রয়েছে। ফলে সুফল সাধারণ সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সাথে আসা স্বজনেরা। তাই এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতনমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর