মেরাজ শব্দের অর্থ সিঁড়ি সোপান। ইসলামী শরীয়াতের পরিভাষায় হযরত মহানবী (সা)এর হিজরীপৃর্ব মক্কা জীবনে পঞ্চম/ষষ্ঠ/সপ্তম হিজরী সনে 26 রজব দিবাগত রাতে উম্মে হানী (রা)এর ঘর থেকে কাবা ঘরে এসে প্রথম পৃর্বে বায়তুল মুকাদ্দাস মসজিদ পযন্ত সফর দ্বিতীয় পর্বে জেরুজালেমস্হ বায়তুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পযন্ত সফর।তবে প্রথম পর্বকে বলা হয় ইসরা আর দ্বিতীয় পর্বকে বলা হয় মিরাজ।এ রাত অত্যান্ত গুরুত্বপৃর্ণ ও ফজীলাত পৃর্ণ রাত এ রাতে বিশেষ আমল হল পবিত্র ইশারের নামাজ আদায় করে বেতর নামাজ বাদ রেখে দুই দুই রাকায়াত মোট 12 রাকা নফল নামাজ আদায় করবে তারপর বেতর নামাজ পড়বে অত:পর 100 বার ইস্তেগফার 100 বার দরুদ শরীফ 100 বার সুবহানাল্লাহ 100বার আলহামদুলিল্লাহ্ 100 বার আল্লাহ আকবার পাঠ করবে তারপর মৃত্য ব্যক্তিদের জন্য দোয়া করবে (খাজিনাতুল আসরার )।