মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আ,লীগ সরকার কথা দিয়ে বেঈমানি করে না – এমপি রমেশ চন্দ্র সেন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ১০:২১ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও- ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সরকার কথা দিয়ে কথা রাখে। কথা দিয়ে বেঈমানি করে না। আমরা মানুষ হত্যা করে রাজনীতি করি না। যারা আমাদের পিছনে কথা বলেন তাদের বলি পিছনে নয় সামনে এসে কথা বলুন। আওয়ামী লীগ প্রতিটি সময় উন্নয়নে বিশ্বাস করে।
মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামরাথ হাট হতে লাহিড়ী হাট পর্যন্ত নতুন সড়ক কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি।

ঠাকুরগাঁও এলজিইডির বাস্তবায়নে প্রায় ২ কিলোমিটার রাস্তার ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে এই পাকাকরণ কাজ সম্পূর্ণ করা হবে।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। গরীব মানুষের বাসস্থান ও রাস্তা-ঘাটের উন্নয়ন হয়। এর আগে যারা ক্ষমতায় ছিলেন গরীব মানুষের জন্য কিছুই করেননি।

তিনি বলেন, সামনে ইউপি নির্বাচন হবে, আপনারা সকলে সেই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করবেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করলেই উন্নয়ন বেড়ে যাবে।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাংসদ রমেশ চন্দ্র সেনের সহধর্মিণী অঞ্জলি রাণী সেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহরুল আলম মন্ডল, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী  প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর