ঠাকুরগাঁও এলজিইডির বাস্তবায়নে প্রায় ২ কিলোমিটার রাস্তার ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে এই পাকাকরণ কাজ সম্পূর্ণ করা হবে।
সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। গরীব মানুষের বাসস্থান ও রাস্তা-ঘাটের উন্নয়ন হয়। এর আগে যারা ক্ষমতায় ছিলেন গরীব মানুষের জন্য কিছুই করেননি।
তিনি বলেন, সামনে ইউপি নির্বাচন হবে, আপনারা সকলে সেই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করবেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করলেই উন্নয়ন বেড়ে যাবে।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাংসদ রমেশ চন্দ্র সেনের সহধর্মিণী অঞ্জলি রাণী সেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহরুল আলম মন্ডল, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমুখ।
CBALO/আপন ইসলাম