পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন। সভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছে শহিদুল ইসরাম রতন। সাধারন সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আবু হামিদ মো: মোহাঈমিনুল হোসেন চঞ্চল।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় আটঘরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ধোধক করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রেজাউল রহিম লাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
বক্তব্য রাখেন কেন্দ্রিয় কার্যকারি কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, পাবনা-৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসন (পাবনা-সিরাজগঞ্জ) নাদিরা ইয়াসমিন জলি প্রমূখ। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া।
সাধারন সম্পাদক পদে চার জন প্রাথী প্রতিদ্বন্দীতা করেন। এরা হলেন-আব্দুল গফুর মিয়া, ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, মোজাম্মেল হোসেন মোজাম। ২য় অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল সাধারন সম্পাদক পদে বিপুল ভোটে নিবার্চিত হয়েছেন।
এসময় প্রধান অতিথি এসএম কামাল হোসেন বলেন, বিএনপির নামে ভয়ংকার রাজনীতিতে আমরা বিচলিত না হই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফসল হয়েছে। ৭ই মার্চ ভাষণ মুক্তিযুদ্ধে দিক নিদের্শনা ছিল। ৭ই মার্চের ভাষণ যারা সহ্য করতে পাররে না তারা পাকিস্থানের প্রতিনিধি।
CBALO/আপন ইসলাম