মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আগামী নির্বাচনে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাবেক মেম্বার হারুন অর রশিদ

মিজানুর রহমান মহেশখালীর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ

মহামারী করোনা পরিস্থিতি স্বভাবিক থাকলে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সাপ্তাহে প্রথম ধাপে কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নির্বাচনী প্রচারনা যে যার মত করে সু-কৌশলে পোষ্টার, ব্যানার, চায়ের দোকানে প্রচার সহ ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্ব-স্ব দলের হাইকমান্ডের সাথে লবিং চালিয়ে যাচ্ছে যাতে দলীয় মনোনয়ন নিজের আয়ত্বে আনা যাই। সেই সুযোগে হাটে, বাজারে, দোকানপাটে ও বাড়িঘরে প্রচারণ চালিয়ে যাচ্ছে।

একজন পরিচ্ছন্ন সমাজসেবক ও জনবান্ধব বিবেচনায় মেম্বর পদে কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি এবং সাবেক মেম্বার হারুন অর রশিদ নির্বাচনে অংশ গ্রহণ করুক এমনটি চায় কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন মানুষ।

এলাকার সর্বস্তরের জনসাধারণ মনে করেন, তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন ও সর্বস্থরের জণগণের ভাগ্যের ব্যাপক পরিবর্তন হবে।

কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, হারুন অর রশিদ  একজন সাবেক মেম্বার সৎ, ও জনবান্ধব হিসেবে সবসময় জনগনের পাশে থেকে নিরলসভাবে  কাজ করে ছিলেন, এবং জনগনের স্বার্থে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ছিলেন।

তাই আগামী নির্বাচনে কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে হারুন অর রশিদকে প্রার্থী হিসেবে দেখতে চাই কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের সর্বসাধারণ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর