বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের অংশগ্রহণে খাগড়াছড়ির রামগড়ে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮মার্চ) সকাল ১০টার সময় আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর কনিকা বড়ুয়াসহ প্রমুখ। কর্মশালায় শেসন পরিচালনা করেন, আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া স্বাস্থ্য বিভাগে পরিবার পরিকল্পনা বিষয়ে সরকারী কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।
CBALO/আপন ইসলাম