ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন করা হয়েছে।
৭ মার্চ (রোববার) শেষ বিকেলে থানা চত্বরে কেক কেটে দিনের কর্মসূচী শুরু হয়।
স্বাধীন বাংলার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, গিন্নীদেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নিপেন্দ্র নাথ ঝা, বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নাজিম, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন,ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব , রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরুসহ রুহিয়া থানার সকল পুলিশ সদস্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রুহিয়া থানা পুলিশের আনন্দ উদযাপন।ক্ষুধে গানরাজ এর প্রথম রানার আপ ঔক্যজিত, বাংলাদেশের আইডল শিল্পী খোকা খান, বেতার শিল্পী ববিতা ও জোতিশ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যায়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফিকুর রহমান উপস্থিত হয়ে গান উপভোগ করেন।
CBALO/আপন ইসলাম