সারাদেশের ন্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।৭মার্চ(রবিবার) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,ধোবাউড়া থানা পুলিশ, ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্থপক অর্পণ করা হয়েছে। বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ বিষয়ক আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের সভাপত্বিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেবিড রানা চিসিম, সহকারি কমিশনার(ভূমি) মাহমুদা হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন।এছাড়াও ধোবাউড়া থানা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয় । থানা প্রাঙ্গণে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন দেখানো হয়।
CBALO/আপন ইসলাম